শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৬ পিএম, ২০২১-০১-১০
বর্ণাঢ্য আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সেনবাগ সমবায় সমিতি চট্টগ্রাম। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকার হোটেল সৈকতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২১ কৃতি শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, গত বছর ১ জানুয়ারি সেনবাগ সমবায় সমিতি চট্টগ্রাম নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ওইদিন অনুষ্ঠানে আমি নিজেও উপস্থিত ছিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওই দিন এই সমিতি প্রতিষ্ঠা করা হয়। গত এক বছরে সমিতির সদস্যরা অনেক কাজ করেছে। আজ সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হচ্ছে। অসহায় শিক্ষার্থীদের সহায়তায়ও সংগঠনটি কাজ করছে। ভবিষ্যতেও সমিতির সদস্যদের কল্যাণে এই সংগঠন কাজ করে যাবে সেই প্রত্যাশা রাখছি।’
গোলাম কবির বলেন, ‘আমি নির্বাচনের সময় বলেছি আমরা যে যার দল করি। সেটি তার তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেনবাগ আমাদের সকলের। একটি পরিচ্ছন্ন সেনবাগ গড়তে হলে সকলের সহযোগিতা লাগবে। আমি গোলাম কবির এককভাবে চেষ্টা করলে সেটি সম্ভব হবে না। এর জন্য সেনবাগের সকল শ্রেণি পেশার সকল দলের সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলেই আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন সেনবাগ গড়তে পারবো।’
সংগঠনটির সাধারণ সম্পাদক নুর নবী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ দিদার, সাবেক ছাত্রনেতা ভিপি সালাউদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সেনবাগের কৃতি সন্তান ইকবাল আহমেদ, সেনবাগ সমবায় সমিতির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হক, হুমায়ুন মাসুদ, অর্থ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, নুরুল ইসলাম মামুন প্রমুখ।
পরে সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যদের ২১সন্তানকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মালেক, বিশেষ অতিথি গোলাম কবির এসব কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এরপর সংগঠনটির গত এক বছরের কর্মকা- তুলে ধরেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন রতন।
নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণপূর্বক অজ্ঞাত এক নারীকে দিয়ে অশ্লীল ও হাতে ইয়াবা দিয়ে ছব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘আমাকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই’ বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূমিহীনদের পুনর্বাসনে নোয়াখালী জেলা সদরে পাকা ঘর নির্মাণ করতে যাচ্ছে সদর উপজেলা প্রশাসন। বুধবার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সেনবাগ উপজেলার সেবারহাটে অবস্থিত শের-ই বাংলা নতুন স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সময় হাসপাতালে হামলা-ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই পৌ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Noakhali Voice | Developed By Muktodhara Technology Limited