শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৯ পিএম, ২০২১-০১-০৮
প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণপূর্বক অজ্ঞাত এক নারীকে দিয়ে অশ্লীল ও হাতে ইয়াবা দিয়ে ছবি তুলে সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. মাসুদ (৩৮) চাটখিল থানায় গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে তিনি জানান।
গ্রেফতার তিনজন হলেন-চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া এলাকার আমিন উল্যার ছেলে আকাশ বাহিনীর প্রধান ছালা উদ্দিন কামরান আকাশ (২০), একই এলাকার বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)।
আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে প্রবাসী মাসুদ বাদী হয়ে থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর ওইদিন রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার এজহার থেকে জানা যায়, গত ২৫ডিসেম্বর সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে চাটখিল বাজারের উদ্দেশ্যে বের হন প্রবাসী মাসুদ। পথে তিনি খিলপাড়া রুহুল আমিন সড়কের তিন রাস্তার মোড়ে এসে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। ওইসময় সিএনজিতে একজন নারী ও একজন পুরুষ ছিলেন। কিছু পথ যাওয়ার পর পাশের ওই নারী ও পুরুষ মাসুদকে ছুরির ভয় দেখিয়ে চোখ, হাত ও মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওইস্থানে আরও ১০-১২জন তাদের সাথে যুক্ত হয়ে মাসুদের ব্যবহৃত মোবাইলটি নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম ও বিবস্ত্র করে নারীর সাথে যৌথ অশ্লীল ছবি ধারণ করে। পরে ওই ছবিগুলো পরিবারের লোকজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ বাবদ ১০লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের নির্যাতনের এক পর্ায়ে মাসুদ তার পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ১লাখ ৫৩হাজার টাকা অপহরণকারীদের দেন। মাসুদ অসুস্থ্য হয়ে পড়লে অপহরণকারীরা ওইদিন রাতে একটি সিএনজি যোগে চোখ বাঁধা অবস্থায় মাসুদকে দশঘরিয়া বাজারের পূর্ব পাশের সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ আলী রাতুল। ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বসুরহাটে পৌর মেয়র কাদের মির্জার গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সুবর্ণচরে চিরকুট লিখে নাহিদা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এতে লিখা আছে, ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৯৯ জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত মো. মিরাজের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Noakhali Voice | Developed By Muktodhara Technology Limited