শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৩ এএম, ২০১৯-১০-২৩
বাংলাদেশের ক্রিকেটাররা এগারো দফা দাবিতে ধর্মঘটে যাওয়ার একদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, এই ধর্মঘট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এক জরুরি সভার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা বলেন। পাপন বলেন, "এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। এটা নিয়ে বাইরের দু-একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দু-একজন হয়তো আছে। আমরা খুঁজে বের করতে চাই।
নাজমুল হাসান পাপন আরো বলেন, ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন। ধর্মঘট ডাক দেয়া ক্রিকেটারদের একাংশ যেসব দাবি করেছেন তার বেশিরভাগই হয় পূরণ করা হয়েছে, নয়তো পূরণের প্রক্রিয়ায় আছে। তারপরও তাদের কোন চাহিদা যদি থাকে, তাহলে তারা আমাদের বলতে পারতো। তারা সেটি করেনি।
তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। ফোন করা হচ্ছে তারা কেটে দেয়। তারা আসলে যোগাযোগ করতে চায় না হয়তো।
সাংবাদিকদের উদ্দেশ্যে পাপন বলেন, ইন্ডিয়া ট্যুরের আগ মুহূর্তে খেলা বন্ধ কেন? ক্যাম্পে গেল না কেন? এটাতো আপনারা খুঁজে বের করবেন। তিনি বলেন, আমি দেখতে চাই ইন্ডিয়া ট্যুরের আগে যে ক্যাম্প হবে তাতে কারা না আসে। কারা ইন্ডিয়া ট্যুর বানচাল করতে চায়।
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ সিনিয়র সদস্যসহ ত্রিশ জনেরও বেশি খেলোয়াড় একটি সংবাদ সম্মেলন করে এগারোটি দাবি তুলে ধরেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। একইসাথে তারা ঘোষণা দেন, এই দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কোন ম্যাচ কিংবা অনুশীলনে যোগ দেবেন না।
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত যে ঘুরে দাঁড়াতে মরিয়া সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক জানালেন, সিরিজ জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে শেখ কামাল আন্তর্জাতি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামরার চার্জ গঠন শুনান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামরার চার্জ গঠন শুনান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Noakhali Voice | Developed By Muktodhara Technology Limited